ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ভাষার বিকৃতি ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
শাবিপ্রবিতে ভাষার বিকৃতি ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভাষার বিকৃতি ও আমাদের করণীয় শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলার একটি কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি গাজী সাদেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, প্রক্টর হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক মোস্তফা কামাল মাসুদ, বাংলা বিভাগের প্রভাষক সোহেল রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম টিটু, সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহাঙ্গীর নোমান ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিঠুন গোস্বামী প্রমুখ।

সভায় বক্তারা ভাষাকে নিজের মত করে ভালবাস‍ার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।