রাবি: চলতি বছরের ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করাসহ ৮ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে রাবি শাখা ছাত্রলীগ।
সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান রানা বলেন, একটি স্বার্থানেষী কুচক্রীমহল ও কতিপয় ষড়যন্ত্রকারী বর্তমান সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে।
এসব কুচক্রীমহলের মদদে গত ২ ফেব্রয়ারি অত্যন্ত দুখজনক, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত হয়। এর পেছনে প্রকৃত মদদ দাতাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।
এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৮ দফা দাবি জানান।
দাবিগুলো হলো-বন্ধ বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে, সেশনজট দূর করতে প্রয়োজনে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করাসহ প্রয়োজনে আর্থিক সহায়তা করতে হবে, মূল পরিকল্পনাকারী ও নির্দেশ দাতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, রাবির বিভিন্ন ভবনে ভাঙচুর ও লুটপাটকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে, শিক্ষকদের সঙ্গে অশালিন আচরণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী, জঙ্গিবাদী এবং বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে ও ছাত্রলীগের ২১ দফা দাবি মেনে নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪