রাবি: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলে দিতে রাবি সিন্ডিকেটের জরুরি বৈঠক চলছে।
সোমবার সন্ধ্যা ৬টায় এ বৈঠক শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলমান সঙ্কট সমাধান করে ক্যাম্পাস খুলে দিতে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন অনুষদ ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনায় মিলিত হন। এসব আলোচনায় তিনি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদের পরামর্শ চান।
গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪