ঢাকা: সাইক গ্রুপ অব ইনস্টিটিউশনের উদ্যোগে বুধবার(৫ মার্চ’ ২০১৪) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Employment generation in home & abroad’ শীর্ষক সেমিনার।
এদিন বিকেল ৩টায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (মিরপুর-১৪) সংলগ্ন শহীদ মোয়াজ্জেম হলে এ আয়োজন করা হয়েছে।
কারিগরি শিক্ষা নেওয়া শিক্ষার্থীদের দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান, সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বক্তারা।
সাইক গ্রুপ অব ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন ভারতের কিট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী ড. অর্চুতা সামান্তা।
বিশেষ অতিথি থাকবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক, মোঃ শাহজাহান মিঞাঁ, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুল কাসেম, এবং সাইক গ্রুপ অব ইনস্টিটিউটশন এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি সোহেলী ইয়াছমিন। এছাড়া সম্মানিত অতিথি থাকবেন ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
সঞ্চালনা করবেন সরকারের Skills and training Enhancement project (STEP) পরিচালক গোলাম মোঃ জহিরুল আলম।
উল্লেখ্য, কারিগরি শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০০২ সালে সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি(এসআইএমটি) নামের প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন করেন উদ্যোক্তা আবু হাসনাত মো: ইয়াহিয়া ও সোহেলী ইয়াসমীন। সময়ের ধারাবাহিকতায় তাদের উদ্যোগ এখন সাইক গ্রুপ অব ইন্সটিটিউশনে পরিণত হয়েছে।
গ্রুপের অধীনে বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, দিনাজপুর, জামালপুরে পলিটেকনিক ও মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি প্রোগ্রাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে গ্রুপের দুটি কলেজ। এছাড়া ময়মনসিংহে টেকনিক্যাল ইউনিভার্সিটি ও বগুড়ায় মেডিকেল কলেজ করার প্রাথমিক কাজ চলছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪