ঢাকা: বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি’র ৪র্থ সমাবতন ৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উপস্থিত থাকবেন ভারতের ভারতের উড়িষ্যা প্রদেশের ভূবনেশ্বরের বিখ্যাত কলিঙ্গ ইন্সটিটউট অব সোসাল সাইন্সেস(কিস) এবং কলিঙ্গ ইন্সটিটউট অব আইটি বিশ্ববিদ্যালয়ের(কিট)প্রতিষ্ঠাতা ড. অর্চুতা সামান্তা।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি’র চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে সমাবতন অনুষ্ঠানে ড. অর্চুতা সামান্তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে যা বাংলাদেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম।
এবারের সমাবতনে ৩হাজার ২৫২ জন ছাত্র-ছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে এবং ১৫ জন গ্র্যাজুয়েটকে ফলাফলের ভিপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রদান করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম গোলাম রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ০৩ মাচ, ২০১৪