ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের ধর্মঘট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের ধর্মঘট চলছে

রংপুর: বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটের পাশাপাশি  ভর্তি কার্যক্রমও চালু রয়েছে। তবে ধর্মঘটের কারণে বিশ্ব বিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।


 
প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটের দ্বিতীয় দিনে সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল কক্ষে তালা ঝুঁলিযে দেয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙ্গে ভর্তির কার্যক্রম শুরু করে। ভর্তির  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী।

তিনি বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে, প্রগতিশীল ছাত্রজোট সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে থেমে থেমে বিক্ষোভ মিছিল করে। পরে তারা কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসানুল হাবিব তিতু।   বক্তব্য রাখেন জোটের নেতা নাসির উদ্দিন, উৎপল কুমার মোহন্ত, রাজিব আহমেদ, মুনিরা খাতুন  প্রমুখ।

বক্তারা বলেন, চলতি সেশনে গত বছরের তুলনায় বেতন ৩৫ থেকে ৫০ টাকা, হল অ্যাটাচমেন্ট বাবদ ১ হাজার টাকা এবং অন্যান্য নিয়মিত খাতে সর্বমোট প্রায় ১ হাজার ৭০০ টাকা বাড়ানো হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা আরো বলেন, এভাবে ফি বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে এ অঞ্চলের দরিদ্র-নিম্নবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার দ্বার বন্ধ হয়ে যাবে। সমাবেশ থেকে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে দু’দিনের ধর্মঘটের শেষ দিন আজ সোমবারও সর্বাত্বক ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।