রংপুর: বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে দুই দিনের ধর্মঘট শেষে এবার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে জোটের নেতা উৎপল কুমার মোহন্ত, উজ্জ্বল রায় এবং রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সমাবেশে জানানো হয়, ৬ মার্চ বর্ধিত ফি ফেরত দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ এবং ৯ মার্চ জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়া হবে।
গত রোববার থেকে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে আন্দোলন কর্মসুচি পালন করে আসছে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪