ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের স্মারকলিপি

ঝিনাইদহ: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের বেরসকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল সহকারে বাংলাদেশ শিকক্ষ সমিতি ঝিনাইদহ জেলা শাখা সদর উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) কাছে এ স্মারকলিপি জমা দেন তারা।



এর আগে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি মিছিল বের করে বিক্ষোভ মিছিলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষকরা।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আলী আহম্মেদ, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, আবু বকর, মহিউদ্দীন ও বিনয় কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের প্রস্তাবিত সাত দফা হলো, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের সরকারি শিক্ষকদের মতো সমান সুযোগ-সুবিধা প্রদান, চাকরির বয়স ৬৫ বছরে উন্নীতকরণ, শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, শিক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন, শিক্ষা সার্ভিস গঠন ও একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণ, চারু ও কারুকলা এবং কর্মমুখী বিষয়ে পদ সৃষ্টি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।