রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।
হেকেপের সহযোগিতায় শুক্রবার সকাল ৯টার দিকে বিভাগের সম্মেলন কক্ষে প্রথমদিনের সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক নাজনিন আহমাদ, হেকেপের এআইএফ কো-অর্ডিনেটর মো. কোরবান আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. সিতাংশু কুমার পাল, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক ও হেকেপের এসপিএম মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির আঞ্চলিক ও পল্লী উন্নয়ন পরিকল্পনাকারী অধ্যাপক জয়ন্ত কে. রাউত্রি।
পরিবেশ ও উন্নয়ন বিষয়ক এ সেমিনারে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক পরিবেশবিদগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪