রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উচ্চশিক্ষা মানোন্নয়ন কর্মসূচি প্রকল্পের উদ্যোগে পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
হ্যাকেপ সাব-পজেক্ট ম্যানেজার ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ড. নাজমুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. আর এম হাফিজুর রহমান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে শামসুদ্দোহা।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীনুর রহমানের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রভাষক মো. হারুন-অর-রশিদ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪