ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ৯ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ৯ মার্চ

ঢাকা: শিক্ষা জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল- এ স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হচ্ছে আগামী ৯ মার্চ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষা সপ্তাহের আয়োজন করছে।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলালানিউজকে জানান, ওই দিন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে ২০১২ এবং ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা পদক এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সেরা উপজেলা, জেলা এবং বিভাগের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম শুক্রবার বাংলানিউজকে বলেন, এবার প্রায় আড়াইশ’ জনকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, একই দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ বাড়ানোর ঘোষণা দেবেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।