ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নারী দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নারী দিবস পালিত

রংপুর: নানা আয়োজনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে র‌্যালি বের করা হয়।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক বিভাগে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের লেকচার গ্যালারিতে ডকুমেন্টারি শো, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।

দিনটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিস যৌথভাবে নগরীতে র‌্যালি বের করে। র‌্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

রংপুর জেলা প্রশাসকের কর্যালয় থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে রংপুর টাউন হলে আলোচনা সভার আয়োজন করে।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহমেদ।

বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা আক্তার, আরডিআরএস এর বিলকিস বানু প্রমুখ। এছাড়াও রংপুরের কাউনিয়া, গংগাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, তারাগজ্ঞ, বদরগজ্ঞ ও পীরগজ্ঞ উপজেলায় নারী দিবস পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।