রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা মানোন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় Enterprise resource planning (ERP) software শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
হ্যাকেপ সাব-প্রজেক্টের ম্যানেজার ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মো. উমর ফারুকের উপস্থাপনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার চক্রবর্তী।
দিনব্যাপী এ কর্মশালায় অনুষদের শিক্ষকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪