ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ২১ গ্রন্থের মোড়ক উন্মোচন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
জাবিতে ২১ গ্রন্থের মোড়ক উন্মোচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গত এক বছরে প্রকাশিত ২১টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সকালে বাংলা বিভাগে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।



তিনি বলেন, বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে। শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের অর্জনের পেছনে বাংলা বিভাগের অবদান অপরিসীম।

উপাচার্য লেখকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান। স্বাগত বক্তব্য রাখেন- ড. আবু দায়েন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।

আয়োজনে অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা, অধ্যাপক ড. খালেদ হোসাইন, ড. এ এস এম আবু দায়েন, ড. সোহানা বিলকিস, ড. সুমন সাজ্জাদ, ড. হিমেল বরকত, ড. খন্দকার শামীম আহমেদ, তারেক রেজা, ড. শামীম রেজা প্রমুখ শিক্ষকদের রচিত গ্রন্থাবলীর মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।