যশোর: প্রাথমিক শিক্ষায় এবারও দেশ সেরা হয়েছে যশোর। ২০১৩ সালে যশোর ও লালমনিরহাট যুগ্মভাবে প্রথম হলেও শীর্ষ ১০ উপজেলার মধ্যে প্রথম তিনটিসহ এ জেলারই রয়েছে ৮ উপজেলা।
আর গেল বছর অর্থাৎ ২০১২ সালে শীর্ষ ১০ উপজেলার মধ্যে প্রথম স্থানসহ জায়গা করে নিয়েছিল ৫ উপজেলা। ধারবাহিক ঈর্ষণীয় এই সাফল্যের জন্য যশোরকে শ্রেষ্ঠত্বের ১০ পদকে ভূষিত করা হচ্ছে।
রোববার প্রধানমন্ত্রী এ জেলার প্রশাসক, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থীদের পুরস্কৃত করবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বাংলানিউজকে জানান, ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমপানীতে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে যশোরের শার্শা উপজেলা প্রথম স্থান, ঝিকরগাছা উপজেলা দ্বিতীয় স্থান ও কেশবপুর উপজেলা তৃতীয় স্থান অধিকার করেছে।
এছাড়া জেলার অপর ৫টি উপজেলাও রয়েছে শীর্ষ ১০ এর তালিকায়। ২০১৩ সালে খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলার কৃতিত্ব অর্জন করেছে বাঘারপাড়া উপজেলা।
তিনি আরো জানান, ২০১২ সালে দেশের শীর্ষ ১০ উপজেলার মধ্যে ৫টি উপজেলা ছিল যশোরের। শিক্ষক, অভিভাবকদের সমন্বয়ে বারবার এ সাফল্য আসছে বলে তিনি জানিয়েছেন।
জানা যায়, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখায় যশোর জেলা ১০টি পুরস্কারে মনোনীত হয়েছে। এরমধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পদক পাচ্ছেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।
২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমপানীতে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা যশোরের শার্শা উপজেলা প্রথম স্থান, ঝিকরগাছা উপজেলা দ্বিতীয় স্থান ও কেশবপুর উপজেলা তৃতীয় স্থান অধিকার করায় তাদেরকে পদক দেওয়া হচ্ছে। একই সঙ্গে ২০১৩ সালের খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলার কৃতিত্ব অর্জনকারী বাঘারপাড়া উপজেলা এবং ২০১২ সালের বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলার কৃতিত্ব অর্জনকারী ঝিকরগাছা উপজেলা পদকে মনোনীত হয়েছে।
অপরদিকে, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহে একক অভিনয় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার যশোরের কেশবপুর উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব বিশ্বাস, আবৃত্তি প্রতিযোগিতায় চৌগাছার নগর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাওসুল আজিম আজম দ্বিতীয় স্থান ও নৃত্য প্রতিযোগিতায় চৌগাছার টেংগুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জাহান ঐশী পদকে মনোনীত হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, যশোরে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি চিহ্ণিত করে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়। এতে বিগত দুই বছরে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় দেশ সেরা পদক প্রাপ্তি যশোরবাসীর জন্য বড় অর্জন। এধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ০৮ ২০১৪