ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
পাবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসনের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মস‍ূচি পালিত হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে পাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তারা পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।



ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- পাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার বর্মন, উপ পরিচালক (হিসাব) শাহান শাহ, উপ পরিচালক (পিএনডি) গোলজার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা, জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, জহুরুল ইসলাম প্রিন্স প্রমুখ।

বক্তারা প্রশাসনের কাছে সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ার দাবি জানান। একই সঙ্গে সন্ত্রাসী হামলার শিকার মুশফিকুর রহমানের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।