রাবি: টানা ৩৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু হয়েছে। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসের আড্ডাস্থলগুলো।
প্রথমবারের মতো ক্যাম্পাসে ক্লাশে অংশ নিতে আসা নবীনদের উচ্ছ্বসিত পদচারণায় মূখরিত হয়ে উঠেছে মতিহারের সবুজ চত্বর।
সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষার্থী নুসরাত জাহান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা প্রত্যেক শিক্ষার্থীর দীর্ঘলালিত স্বপ্ন। প্রথমবারের মতো ক্লাশে অংশ নিয়ে কি যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না।
সকাল ১০টায় উদ্বোধনী ক্লাশ শুরু হওয়ার কথা থাকলেও ভোরের আলো ফুটতে না ফুটতেই ক্যাম্পাসে আসতে থাকেন নবীন শিক্ষার্থীরা।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে এবং শিক্ষার্থীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীর ড. শামসুজ্জোহা স্মরণে শোক ৠালি ও শিক্ষার বাণিজ্যিককরণের প্রতিবাদে শপথ পাঠ কর্মসূচি পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪