শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে শিবিরের নেতাকর্মীদের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধর্মঘটের প্রথম দিনে পুলিশের উপস্থিতিতেই মিছিল করেছে শাখা শিবির নেতাকর্মীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন ‘ডি’ এবং ‘বি’ এর সামনে বিশ থেকে ত্রিশ জন যুবক শিবির-শিবির, ধর্মঘট-ধর্মঘট বলে স্লোগান দিয়ে শহীদ মিনারের দিকে ছাত্রী হলের পাশ দিয়ে পালিয়ে যায়।
এর আগে ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিদের সহযোগিতায় তালা ভেঙে ভবনে প্রবেশ করেন শিক্ষকরা।
এদিকে, ফুডকোর্ট অঞ্চলে পুলিশের টহল দল থাকা সত্বেও কিভাবে তারা মিছিল করে শিক্ষার্থীদের মাঝে এ নিয়ে দেখা দিয়েছে নানা গুঞ্জন।
শিবির মিছিল শেষে পালিয়ে গেলে ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে শোডাউন দেয়। তারা হল থেকে ফুড কোর্টে এসে জড়ো হয়ে শোডাউন শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় ফুডকোর্টে এসে শেষ হয়।
এদিকে ধর্মঘটে পরিস্থিতি কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র-ছাত্রীদের বহনের জন্য পুলিশি পাহারায় পরিবহন বাসের ব্যবস্থা করেছে। তবে এরপরও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
বাংলা বিভাগ, অর্থনীতি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, রসায়ন বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এদিনে পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিবিরের হুমকিতে পরীক্ষাটি পিছিয়ে দিয়েছে বিভাগটি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪