ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনএসইউ শিক্ষকের জলবায়ু বিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪
এনএসইউ শিক্ষকের জলবায়ু বিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব

ঢাকা: নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষক প্রফেসর মিজানুর আর খানের লেখা ‘টুয়ার্ডস অ্যা বাইন্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন রিজাইম: অ্যা প্রপোজড ফ্রেম ওর্য়াক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তৃতীয় বিশ্বের দেশগুলো নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এর মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা করে পরিবেশ রক্ষায় বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছ থেকে ফান্ড সৃষ্টি করতে হবে।

রাজধানীর দূষণ বন্ধে ট্যানারি শিল্পকে সাভারে স্থানান্তরের কাজ চলছে বলেও জানান পরিবেশ মন্ত্রী।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এএনএম মিশকাত উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনএসইউ’র উপাচার্য প্রফেসর আমিন সরকার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৯ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।