জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাষাবিজ্ঞানকে অন্তর্ভুক্তকরণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলা বিভাগের ছাত্র সংসদ ‘বাংলা সংসদ’।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যলয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনে বাংলা বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ এস এম আবু দায়েন, অধ্যাপক খালেদ হোসাইন, মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, রেজওয়ানা আবেদীন,
মোহাম্মদ মামুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএম আবু দায়েন বলেন, বাংলার বিকল্প কখনো ভাষাবিজ্ঞান হতে পারে না। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাষাবিজ্ঞানের জাবিকরণ বাতিল করা উচিত। সেই
সঙ্গে ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীদের স্বতন্ত্র কর্মসংস্থানের কথা ভাবতে হবে।
অধ্যাপক খালেদ হোসাইন বলেন, বাংলার বিকল্প যে ভাষা বিজ্ঞান নয়- এ কথা বলার অপেক্ষা রাখে না। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলার সঙ্গে ভাষাবিজ্ঞান অন্তর্ভুক্ত করা হলে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অধিকার খর্ব হবে এবং এটি ন্যায় সঙ্গত নয়।
মানববন্ধনে বাংলা সংসদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আন্দোলনের সঙ্গে
সংহতি প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪