জাবি: যৌন হয়রানি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে এ সেমিনার হয়।
‘যৌননিপীড়ন রুখতে হাইকোর্টের নির্দেশনা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট তৌহিদা খন্দকারের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রধান অধ্যাপক ড. রাশেদা আখতার, সদস্য সচিব রহিমা কানিজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ড. ফারজানা বলেন, যৌন হয়রানিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যৌন হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরিতে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের দায়িত্ব আরো বেশি।
তিনি বলেন, আমরা যতগুলো অভিযোগ পেয়েছি তার মধ্যে কিছু অভিযোগ তদন্ত করে নিস্পত্তি করা হয়েছে। কিছু অভিযোগের কাজ চলছে। সিন্ডিকেট সভা না হওয়ায় কিছু বিচার হয়নি। আশা করি আগামী সিন্ডিকেট সভায় বাকিগুলোর বিচার হবে।
উপাচার্য আরো বলেন, তদন্ত সেলের কাজ করার নিজস্ব কোনো কক্ষ নেই। দাপ্তরিক কাজে সহায়তা করার জন্য কোনো কম্পিউটার নেই। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও। এরপরও আমরা কাজ করে যাচ্ছি।
অ্যাডভোকেট তৌহিদা খন্দকার বলেন, আমরা সবাই সচেতন হলে সমাজে এ ধরনের ঘটনা ঘটবে না। আমরা চাই যৌন নিপীড়ণের মত ঘটনা যেন না ঘটে।
তিনি বলেন, যৌন নিপীড়ন যে একটি শাস্তিমূলক অপরাধ এটা আমরা অনেকেই জানি না। যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
ইউএসএআইইডি ও ইউকেএআইডি’র আর্থিক সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪