ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ পড়াতে শিক্ষক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ পড়াতে শিক্ষক নিয়োগ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণিতে সকল স্ট্রিমের শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ নামে একটি আবশ্যিক কোর্স হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, কোর্সটি ইতিহাস বিষয়ের শিক্ষকগণ পাঠদান করবেন। যেখানে ইতিহাস বিষয়ে শিক্ষক নেই, সেখানে রাস্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং যেখানে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক নেই, সেখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষকগণ পাঠদান করবেন।

আলোচ্য কোর্সটির গুরুত্ব বিবেচনায় রেখে অধিভুক্ত সকল কলেজে ইতিহাস বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান ও প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নিতে কলেজের সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।