ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১ম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১০৬৫, বহিষ্কার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
১ম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১০৬৫, বহিষ্কার ২

কুমিল্লা: এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ছিলো ১ হাজার ৬৫ জন এবং অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২ পরীক্ষার্থীকে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুম থেকে বোর্ডের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।



এ বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ছয় জেলায় ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

কুমিল্লা জেলায় ৩৮০ জন, চাদঁপুরে ১২৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬৬, নোয়াখালীতে ২৩০, ফেনীতে ৪৯ এবং লক্ষীপুর জেলায় ১১৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এছাড়া এ বোর্ডে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে অসুদপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৩১০ প্রতিষ্ঠানের অথীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৩৪৬ জন।


বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।