ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ছোট’ দল নিয়ে শিক্ষামন্ত্রী, বদলায়নি দৃশ্যপট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
‘ছোট’ দল নিয়ে শিক্ষামন্ত্রী, বদলায়নি দৃশ্যপট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রশ্নের মুখে পড়ে ‘ছোট’ দল নিয়ে কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কেন্দ্রে পরীক্ষার হলে সঙ্গে ছিলেন শুধু একজন।

তবে মিডিয়া কভারেজ আগের মত, পরীক্ষা কেন্দ্রে হুড়োহুড়ি।  

এইচএসসি ও সমামানের পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান নাহিদ।

প্রাথমিক সমাপনী ছাড়াও জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় মিডিয়াকর্মী-ক্যামেরা আর ডজনখানেক কর্মকর্তা নিয়ে ঘটা করে মন্ত্রীর কেন্দ্র পরিদর্শন শিক্ষার্থীদের সময় অপচয় ছাড়াও অসুবিধার প্রশ্ন উঠে।

এবার এইচএসসি পরীক্ষার আগের দিন বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার প্রস্তুততি তুলে ধরার সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল- কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সময় অপচয় বা ডিস্টার্ব ফেল করে কি না?

এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরিদর্শনে গেলে অভিভাবকেরা খুশি হয়। না গেলে তারা বলে একটু খোঁজ নিলেন না।

তবে পরীক্ষার্থীদের যাতে ক্ষতি না হয়, যথাসম্ভব বিবেচনা করে পরিদর্শন করা হবে জানিয়ে নাহিদ বলেন, ছোট দল নিয়ে পরিদর্শনে যাবেন।

বৃহস্পতিবার মতিঝিল আইডিয়াল কেন্দ্রে কক্ষ পরিদর্শনের সময় শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক মন্ত্রীর সঙ্গে ছিলেন। তবে মিডিয়া আগের মত। টিভি ক্যামেরাপার্সন, পত্রিকা-অনলাইন মিডিয়ার আলোকচিত্রী ছিলেন ডজন খানেকেরও উপর।

শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, দৃশ্য ধারণ হয়েছে। পরীক্ষার হলে মিডিয়াকর্মীদের ব্যস্ততা ছিল আগের মতই।

এবার সারা দেশে দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। তবে প্রথম দিন অনুপস্থিত ছিল ১০ হাজার ৩২৪ জন। বহিষ্কার হয়েছেন ৪৫ জন।

পরিদর্শনে গেলে তারাও খুশি হন...

শিক্ষামন্ত্রী মহোদয় সমীপেষু!

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।