ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রক্টর কক্ষেই ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মারলেন সহ-সভাপতি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
প্রক্টর কক্ষেই ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মারলেন সহ-সভাপতি

জবি: নির্দেশ মতো কাজ না করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশিরকে মারধর করেছেন একই সংগঠনের সহ- সভাপতি আক্তার হোসেন।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে খোদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কক্ষেই।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের হস্তক্ষেপে ঘটনাটি নিষ্পত্তি হয়।

প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঘটনাস্থলে থাকা ছাত্রলীগ কর্মীরা জানান, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির প্রক্টর অফিসে প্রবেশ করেন। এ সময় সাংগঠনিক কমান্ড না মানার অভিযোগ আনলে প্রক্টর দপ্তরে থাকা সহ-সভাপতি আক্তার হোসেনকে দরজা বন্ধ করে মারধর করার চেষ্টা করেন মফিজুল ইসলাম শিশির।

এসময় পাল্টা ক্ষিপ্ত হয়ে সহ- সভাপতি আক্তার হোসেন তাকে থাপ্পড় মারেন। মারামারির একপর্যায়ে মফিজুল ইসলাম প্রক্টর দপ্তরে থাকা ছাত্রলীগ কর্মীদের আক্তার হোসেনকে মারধর করতে নির্দেশ দেন। তবে ছাত্রলীগ কর্মীরা তার অনুরোধ উপেক্ষা করেন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম ঘটনাটির মীমাংসা করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির ও সহ-সভাপতি আক্তার হোসেন বলেন, আমরা বন্ধুবান্ধব দুষ্টুমি করছিলাম। এসব নিয়েই আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।

বাংলাদেশ সময় ১৯৪৩ ঘন্টা, ৮ এপ্রিল, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।