ঢাকা: গবেষণা প্রতিষ্ঠান দি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্সের (সার্ন) সঙ্গে গবেষণা বিষয়ক আমব্রেলা চুক্তি করবে বাংলাদেশ।
মঙ্গলবার সচিবালয়ে সার্নের মহাপরিচালক অধ্যাপক রলফ-ডিটার হায়ারের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী জুনে সার্নের সঙ্গে আমব্রেলা চুক্তি হবে। এ চুক্তির আওতায় বাংলাদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞানচর্চা ও গবেষণায় সার্নের সুযোগ-সুবিধা পাবে।
আগামী ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সার্নের গবেষকরা তিন দিনের কর্মশালা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, সার্ন মহাপরিচালক বাংলাদেশ থেকে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে মেধাবীদের সার্নের গবেষণা কাজে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
হায়ারের প্রস্তাবে সাড়া দিয়ে শিগগিরই এ বিষয়ে পদেক্ষেপ নেওয়া হবে মন্ত্রী মহাপরিচালককে জানিয়েছেন।
বাংলাদেশের শিক্ষার্থীরা সার্নের গবেষণার জন্য মনোনীত হলে সেখানে তিন মাস গবেষণার সুযোগ পাবেন বলে জানান নাহিদ।
শিক্ষা সচিব মোহম্মদ সাদিক, সার্নের জ্যেষ্ঠ ফিজিসিস্ট পরিচালক অধ্যাপক ইমানুয়েল টেসমেলিস, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন, কাজী সালাহউদ্দিন আকবর ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সার্ন মহাপরিচালকের সঙ্গে মন্ত্রীর বৈঠকের সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪