বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থী সাদ হত্যার ঘটনায় উপাচার্যের বাসভবনে আয়োজিত আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় প্রকৃত খুনীদের বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শাস্তি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
সাদ হত্যাকারীদের সুষ্ঠু বিচারের লক্ষ্যে মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় এ সুপারিশ করা হয় বলে সভা শেষে সাংবাদিকদের জানান প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান।
রাত ৯টা থেকে শুরু হয়ে প্রায় ২ ঘণ্টাব্যাপী সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার সকাল ১০টায় সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়েছে। সিন্ডিকেট সভার পরই সিদ্ধান্তগুলো সবাইকে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে ওই সভায় হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানায় ছাত্র বিষয়ক উপদেষ্টা। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ীই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪