রাজশাহী বিশ্ববিদ্যালয়: গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের দুই শিক্ষককে ‘ডিনস্ অ্যাওয়ার্ড ২০১৪’ প্রদান করা হয়েছে।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খালেদ হোসেন।
শনিবার বেলা ১২টায় অনুষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।
ড. আতিকুর রহমান জেনারেল রিলেটিভিটি ও কসমোলজিতে বিশেষত ব্ল্যাক হোল সম্পর্কিত গবেষণা প্রবন্ধের জন্য এবং প্রফেসর খালেদ হোসেন পরিবেশ ও মানুষের ওপর আর্সেনিকের বিষক্রিয়া এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে গবেষণাকর্মের জন্য এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪