কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ভর্তি ফি হ্রাস, একাডেমিক ভবন নির্মাণসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের দাবিসমূহ হলো, মাস্টার্স ভর্তি ও পরীক্ষা ফি কমিয়ে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ, Wi-Fi সুবিধা চালু, অডিটরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় লাইব্রেরি সমৃদ্ধ করা, একাডেমিক ভবন নির্মাণ ও কেন্দ্রীয় খেলার মাঠ নির্মাণ।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, প্রশাসন তাদের দাবি না মেনে নিলে পরর্বতীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে ক্যাম্পাসে দাবির স্বপক্ষে শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪