ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পর্যটন নিরাপত্তায় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ১২ দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
পর্যটন নিরাপত্তায় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ১২ দফা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা

ঢাকা: পর্যটন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাসহ ১২ দফা দাবি উত্থাপন করেছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

শনিবার এক মানববন্ধনে তারা এ দাবিগুলো তুলে ধরেন।

 
 
দুপুরে ‍রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের রাস্তায় শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধনে ১২ দফা দাবি তুলে ধরেন।
 
দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- প্রতিটি পর্যটক দলের সঙ্গে একজন প্রশিক্ষিত পর্যটন গাইড নিয়োগ বাধ্যতামূলক করা; পর্যাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্য পর্যটন এলাকায় নিশ্চিত করা; সমুদ্রের জন্য লাইফ গার্ডের সংখ্যা আরো বৃদ্ধি করা; বিপদজনক পর্যটন এলাকায় বিশেষ সতর্কতামূলক সাইন ব্যবহার করা; প্রতিটি পর্যটন এলাকায় ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা এবং বিষয়টি তদারকি করতে সার্বক্ষণিক একজন নিরাপত্তা কর্মী নিয়োগ করা; প্রতি পর্যটন এলাকায় একটি আলাদা পর্যটন গাইড বইয়ের ব্যবস্থা করা, যেখানে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ থাকবে; প্রতিটি পর্যটন এলাকায় ইমার্জেন্সি মেডিকেল ইউনিট স্থাপন ও ইমার্জেন্সি মোবাইল নম্বর প্রদান করা।
 
এ ছাড়া দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য ‘উদ্ধারকারী বুথ’ স্থাপন করা এবং ওয়াচ টাওয়ারসহ প্রতিটি সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা; প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সম্বন্ধীয় জ্ঞান লাভের ব্যবস্থা নিশ্চিত করা; পর্যটন এলাকায় প্রতিটি হোটেল ব্যবসায়ীদের সে এলাকা সম্পর্কে পর্যটকদের বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি প্রতিটি রুমে বিপদজনক স্থান নিশ্চিতকরণসহ একটি ম্যাপ গাইড রুমে সরবরাহ করা প্রভৃতি।
 
মানববন্ধনে অংশ নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাইফল্লাহ বাংলানিউজকে বলেন, আমাদের ছয়জন সহপাঠীকে হারিয়ে আমরা শোকাহত।
তিনি বলেন, আমরা চাই, কেউ যাতে আর এ ধরনের কোনো দুর্ঘটনার কবলে না পড়েন এজন্য সরকারের কাছে আমাদের এই দাবিগুলো জানাচ্ছি।

আমরা আশা করি, পর্যটন মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে নেবে।
 
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ছয়জন ছাত্রকে হারিয়ে পুরো ক্যাম্পাস শোকাহত। ছাত্ররা যে দাবি জানিয়েছে, আমরা শিক্ষকরা তার প্রতি সহমত পোষণ করছি। এখনও যে দুইজন ছাত্র নিখোঁজ রয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি।
 
মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।