ঢাকা: মেধার মূল্যায়ন তখনই ঘটে, যখন একে যথাযথভাবে লালন করা হয়, একে স্বীকৃতি দেওয়া হয়। আর মেধাবীরাই পারে দেশ ও জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে।
শনিবার দুপুরে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইন বিভাগের উদ্যোগে আয়োজিত মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
ইউআইটিএসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপ ও ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. কুদরাত-ই-খুদা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি শহিদুল আলম, ইউআইটিএসের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. আফজাল আহমেদ ও আইন বিভাগের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া।
আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারে ঈর্ষণীয় ফলাফল ও কৃতিত্ব দেখানোর স্বীকৃতিস্বরুপ চলতি বছর বিভাগের পক্ষ থেকে ১০ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। মেধাবীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি ওই বিভাগের ১৩ জন স্বেচ্ছাসেবককেও সংবর্ধনা প্রদান করা হয়।
এরপর অতিথিরা আইন বিভাগের বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের সচিত্র বিবরণসহ আইন বিষয়ে নানা প্রবন্ধ সম্বলিত ‘স্যুভেনির-২’-এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন।
পরে আইনের শিক্ষার্থীদের জন্য আইন বিভাগে স্থাপিত মুটকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আইন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন ইউআইটিএসের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এম আবদুস সাত্তার, পরিচালক (প্রশাসক) এ এফএম খায়রুল বাশার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক আসিফ হুদা এবং মসহুদা জামান ছবি।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪