খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৩-১৪ইং শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।
ওই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, রেজিস্ট্রার, অন্যান্য শিক্ষক-কর্মকর্তাসহ শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত থাকবেন।
ওরিয়েন্টেশন শেষে ওইদিনই ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের শিক্ষর্থীদের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনোজ কুমার মজুমদার বুধবার দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ জন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ৬০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ৭৮৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪