জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বিদায় এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিদায় ও নবীনবরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, নৈতিকতা না থাকলে কেউ সঠিকভাবে আইন প্রয়োগ করতে পারে না। তাই পেশাগত জীবনে প্রত্যেককে নৈতিকতা বজায় রাখতে হবে। নিজের প্রয়োজনে ক্ষমতাসীনরা ক্ষমতায় টিকে থাকার জন্য আইনের অপব্যবহার করে নৈতিকতার স্খলন ঘটায়। আইন ব্যবস্থাকে মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান না দিলে সমাজে কখনই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ১লা জুলাই থেকে হেকেপ প্রজেক্টের আওতায় বিশ্বের খ্যাতনামা প্রকাশনার ই-বুকের সাহায্যে ২৬টি বিষয়ে সরাসরি অধ্যয়ন করার সুযোগ পাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী মাস থেকে প্রস্তাবিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নির্মাণ কার্যক্রম শুরু হবে। সেখানে এক হাজার ছাত্রীর থাকার সুব্যবস্থা থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, আইনে কোনো বৈষম্য থাকা উচিত নয়। তবে আমাদের সমাজে আইন প্রয়োগের ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য লক্ষ্য করা যায়, যা পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে মনে হয় না। আইনের শাসন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়ায় সমাজের এত অবক্ষয়। সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমাদের আইন মেনে চলা উচিত।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “University is a place of light, liberty & planning”।
অনুষ্ঠানে উপাচার্য বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট এবং নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস।
এ সময় বিভাগীয় শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪