ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না.গঞ্জে গণবিদ্যা নিকেতনের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
না.গঞ্জে গণবিদ্যা নিকেতনের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার গণবিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে পদত্যাগ করতে চাপ দেওয়ায় ছাত্রীদের তিনদিন বিক্ষোভে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল কাইউমকে প্রধান ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবেন।



কমিটির অপর দুই সদস্য হলেন- সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব ও পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম স্কুলটি পরিদর্শন শেষে ম্যানেজিং কমিটির সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্ত দেন। এসময় স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি প্যানেল মেয়র হাজী ওবায়েদুল্লাহ, সদস্য ইকবাল হাবিবসহ স্কুলটির শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গাউছুল আজম জানান, বর্তমানে নারায়ণগঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক। এর মধ্যে শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলনে নামানো গর্হিত কাজ। যদি কেউ তাদের উস্কানী দিয়ে রাস্তায় আন্দোলনে নামায় তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।   

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা,  এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।