রংপুর: রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা বাতিলের দাবিতে রংপুর কারমাইকেল কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার সকালে কারমাইকেল কলেজে মানববন্ধন শেষে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সাইদ। লিখিত বক্তব্যে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের প্রয় ১৫ লক্ষ শিক্ষার্থী লেখাপড়া করে। নানা সমস্যায় জর্জরিত এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে আর্বির্ভূত হয়েছে সৃজনশীল পদ্ধতি। এই পদ্ধতিতে বিদ্যমান ১১টি গ্রেডিং পদ্ধতি ছাত্র ছাত্রীদের সমস্যায় ফেলে দিয়েছে। বিশ্বের কোন দেশে এতগুলো গ্রেডিং পদ্ধতি নেই। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল পদ্ধতি চালু করে শিক্ষা মন্ত্রণালয় যে সার্কুলার জারি করেছিলো তা গত ৪ বছরেও বাস্তবায়ন হয় নাই।
লিখিত বক্তব্যে আরো বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রণেতা, পাঠদানকারী শিক্ষক, প্রশ্নকর্তা ও উত্তর পত্র মূল্যায়নকারীদের মধ্যে কোন সমন্বয় নেই। শিক্ষকদের প্রণীত প্রশ্ন অনেক ক্ষেত্রে মূল্যায়ন করা হয় না। ভুক্তভোগী ছাত্র ছাত্রীরা তাই পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে তারা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার সহ- সভাপতি রোকুনুজ্জামান রোকন, কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান বকশি, শিক্ষার্থী মনিরা আজার ও শম্পা খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৪