বাকৃবি: ‘প্রাণি কল্যাণ’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি গ্যালারির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের মাইক্রোবায়োলজি গ্যালারির সামনে গিয়ে শেষ হয়।
পরে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলমের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. মনসুরুল আমীন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম। এছাড়া প্রাণি কল্যাণের বিভিন্ন দিক নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. হাসাদুজ্জামান তালুকদার, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. বাহানুর রহমান, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মকবুল হোসেন, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোতাহের হোসেন মণ্ডল এবং ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতির সহ-সভাপতি মো. এনাম আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ভেটেরিনারি দিবস পালন করা হচ্ছে। কিন্তু জাতীয়ভাবে ভেটেরিনারি সপ্তাহ পালনের কোনো উদ্যোগ নেই।
বক্তারা বিভিন্ন জাতীয় দিবসের মত ভেটেরিনারি দিবসে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, জাতীয়ভাবে ভেটেরিনারি সপ্তাহ পালনের উদ্যোগ ও প্রাণি কল্যাণে অবদানের জন্য বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থা করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪