ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব্যবহার অযোগ্য জবির কেন্দ্রীয় মিলনায়তন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
ব্যবহার অযোগ্য জবির কেন্দ্রীয় মিলনায়তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দাপ্তরিক জটিলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



সম্প্রতি সরেজমিনে মিলনায়তন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, তিন’শ আসন বিশিষ্ট একমাত্র মিলনায়নতনটির সবগুলো এসি অকেজো হয়ে পড়েছে। কিছু ফ্যান থাকলেও এদের অধিকাংশই অচল হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই ভ্যাপসা গরমের মধ্যে বিভিন্ন বিভাগের নবীনবরণ, বিদায় অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

তীব্র গরমে এসব অনুষ্ঠানে আসা অতিথি ও দর্শকদের অসুস্থ হয়ে যাওয়ার নজিরও রয়েছে।

সর্বশেষ মিলনায়তনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ‘রহস্যজনক’ কারণে এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিলনায়তনের পুরাতন এসি মেরামত ও নতুন এসি ক্রয়ের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক জটিলতায় কার্যত তা ফাইল বন্ধি রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ১১টি এসি মেরামতের জন্য ১ লাখ ৫৭ হাজার টাকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরে  চিঠি পাঠায় প্রকৌশল দপ্তর।

কিন্তু পরিকল্পনা দপ্তরের অনুমোদন না পাওয়ায় আটকে গেছে এসিগুলোর মেরামত প্রক্রিয়া।

একইভাবে ফাইল বন্ধি রয়েছে নতুন এসি ক্রয়ের প্রক্রিয়াও। ৬টি নতুন এসি ক্রয়ের জন্য ১০লাখ টাকা বরাদ্দ চেয়ে প্রকৌশল দপ্তর চিঠি পাঠালেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি পরিকল্পনা দপ্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিকল্পনা শাখার উদ্যোগের অভাবে সব প্রক্রিয়া আটকে গেছে।

জবি উপ-প্রধান প্রকৌশল সুকুমার চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, অনুষ্ঠান আয়োজকদের অসচেতনতায় এসি নষ্ট হওয়ার একটি কারণ। তিন মাস আগে আর্থিক বরাদ্দের অনুমোদন চাওয়া হলেও দাপ্তরিক জটিলতায় তা আটকে আছে।

এছাড়া জনবল সংকটের কারণেও কাজ পিছিয়ে  পড়ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।