ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিবির সন্দেহে ছাত্রকে ছাত্রলীগের মারধর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
রাবিতে শিবির সন্দেহে ছাত্রকে ছাত্রলীগের মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দেহে ওয়ালিউল্লাহ নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এ ঘটনা ঘটে।

আহত ওয়ালিউল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও
অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, এক ছাত্রকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে। ওয়ালিউল্লাহ নামে ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

মাদার বখশ হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, ওয়ালিউল্লাহ হলের ২১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। শনিবার রাত ১১টার দিকে ওয়ালিউল্লাহ তার বন্ধুর সঙ্গে ১০৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

এসময় রাবি ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনিক সাহার নেতৃত্বে ৭-৮ জন ছাত্রলীগ কর্মী ওই কক্ষে গিয়ে রড ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে তার ডান পা ভেঙ্গে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

ওয়ালিউল্লাহ হল শাখার শিবির নেতা দাবি করে ছাত্রলীগ নেতা অনিক সাহা বাংলানিউজকে বলেন, ওয়ালিউল্লাহ শিবির করেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন। তার আচার-আচরণ ভালো না। তাই তাকে চড়-থাপ্পড় দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহামান রানা বাংলানিউজকে বলেন, আমি এব্যাপারে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময় : ০৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।