জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): শিক্ষকদের চাকরির বয়স সীমা ৬৫ থেকে ৬৭ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্তৃপক্ষ।
একই সঙ্গে জাবি স্কুল ও কলেজের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বয়সসীমা ৬০ থেকে ৬২ এবং কর্মচারীদের ৬০ থেকে ৬২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে সিনেটের বিশেষ অধিবেশনে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
সমাপনী বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।
কর্মকর্তা এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষকদের ৬০ থেকে ৬২ বয়সসীমা গত বছরের জুন থেকে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মে ০৩, ২০১৪