ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দলীয় কর্মীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জবি ছাত্রলীগ সভাপতি অবরুদ্ধ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মে ৪, ২০১৪
দলীয় কর্মীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জবি ছাত্রলীগ সভাপতি অবরুদ্ধ

জবি: দলের দুই নেতার বিরুদ্ধে কথা বলায় অবরুদ্ধ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম। পরে অবশ্য মুক্ত হয়েছেন।

রোববার বিকেল তিনটায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার বিকেলে পুরান ঢাকার রায় সাহেব বাজারের সামনে বিশ্ববিদ্যালয়ের উল্কা-২ বাসে ওঠাকে কেন্দ্র করে জুনিয়র ও সিনিয়র দুই শিক্ষার্থীর মধ্যে বাক বিতণ্ড ও হাতাহাতি হয়। জুনিয়র শিক্ষার্থীর নাম মুনির ও সিনিয়র শিক্ষার্থীর নাম রাজু।

সেই ঘটনাকে কেন্দ্র করে রোববার ছাত্রলীগ কর্মী শাকিল ঘটনার সমাধান করতে মুনিরকে মারধর করেন।

পরে মুনির বন্ধু-বান্ধব নিয়ে রাজুকে মারধর শুরু করে। এই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দীন এসে সিনিয়র রাজুকে প্রক্টর অফিসে নিয়ে যায়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এই ঘটনা মুল নায়ক যুগ্ম-সাধারন সম্পাদক হারুন-উর-রশীদের অনুসারী সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খান ও জহির রায়হান আগুনের বিচার করতে চান।

এ ঘটনায়  শতাধিক নেতা-কর্মী  ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন।

নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, সভাপতি উদ্দেশ্যমূলকভাবে গ্রুপিংয়ের কারণে দুই নেতাকে দোষারোপ করছেন।

পরে দুই সাংগঠনিক সম্পাদকের হস্তক্ষেপে সভাপতি মুক্ত হন।

 এ প্রসঙ্গে জবি শাখার ছাত্রলীগের সভাপতি বলেন, আমাদের মধ্যে কোনো গ্রুপ নেই।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।