ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাভারে আউটসোর্সিং কর্মশালায় ব্যাপক সাড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, মে ৬, ২০১৪
সাভারে আউটসোর্সিং কর্মশালায় ব্যাপক সাড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): উন্নত দেশে জনবলের সংকট রয়েছে। কিন্তু বাংলাদেশে সে সংকট না থাকলেও রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব।

বাংলাদেশের জনবল ও বেকারত্বের বিষয়টি আমলে নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উদ্দেশ্যে দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইনস্টিটিউটি অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) যৌথভাবে দেশজুড়ে আউট সোর্সিং কর্মশালা কর্মসূচি শুরু করেছে।

সোমবার সকাল ১০টা ও বেলা ২টায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজে দুই শিফটের ওয়ার্কশপের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের আউট সোর্সিং সম্পর্কে ধারণা এবং প্রত্যেককে দুইশ’ পৃষ্ঠার একটি ই-বুক দেওয়া হয়। ওয়ার্কশপে দুই দফায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার (সাভার) তায়েফুর রহমান আউট সোর্সিংয়ের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, প্রশিক্ষণার্থীদের নিজেকে গড়ে নিতে তাদের নানা ধরনের প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতির সঙ্গে এই আউটসোর্সিংয়ের কর্মশালাটি তাদের বিরাট একটি সুযোগ সৃষ্টি করে দেবে। এই সুযোগ যারা কাজে লাগাতে পারবে, তারাই হবে উপকৃত। কালের কণ্ঠ এবং এর পাঠক ফোরাম ‘শুভসংঘ’ সবসময়ই সব ধরনের শুভ কাজে যুক্ত থাকতে তৎপর।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক বলেন, বর্তমানের স্মার্ট ফোন, স্মার্ট টেলিভিশন, স্মার্ট পোশাক-আশাকের পাশাপাশি আমাদের মনোজগতের ভেতরটাতেও স্মার্টনেস তৈরি না হলে লাভ নেই। প্রত্যেক ব্যক্তির থাকতে হবে একটি পরিকল্পিত লক্ষ্য। সেই লক্ষ্যে যদি ব্যক্তি অটুট থাকে তাহলে তার স্বপ্নের জায়গাটাতে পৌঁছাতে খুব একটা সমস্যা হয় না।

তিনি আরও বলেন, আউটসোর্সিং সম্পর্কে ধারণা থাকলে বহির্বিশ্বে বিশাল ব্যবসায়ের জায়গা রয়েছে। আর শিক্ষার্থীরা যদি দলবদ্ধ হয়ে এ কাজটি করতে পারে তাহলে তারা প্রত্যেকেই সমানভাবে লাভবান হবে। এ ধরনের উদ্যোগ ব্যক্তির পাশাপাশি দেশেরও ব্যাপক কাজে আসবে।

বিআইডিডির চেয়ারম্যান সুব্রত রাহা বলেন. দেশের ৬৪ জেলায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। প্রতি জেলায় দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এতে দেশব্যাপী আউট সোর্সিং সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি তৈরি হবে দক্ষ জনশক্তি। ঘুচবে বেকারত্ব।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. হাসান সারওয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে আউট সোর্সিংয়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে বলেন, ইউআইইউ যে কোনো ভালো কাজের সঙ্গে আছে।

তিনি তরুণদের জ্ঞানার্জনের তাগিদ দেন। হাসান সারওয়ার বলেন, এখন আমেরিকা গিয়ে কাজ করার প্রয়োজন পড়ে না। দেশে বসেই আমেরিকার কাজ করা যায়। এ জন্য প্রত্যেককে আত্মবিশ্বাস বাড়াতে হবে।

ইউআইইউর পাবলিক রিলেশন বিভাগের সহকারী পরিচালক আবু সাদাতের পরিচালিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী কায়সার আহমেদ জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেকেই অর্থ উপার্জন করে বলে তিনি শুনেছেন। এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন। এই লব্ধ জ্ঞান তিনি কাজে লাগিয়ে নিজের পাশাপাশি বন্ধুদেরও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে সাহায্য করবেন।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।