ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যানতকারীর সমর্থক শিক্ষকের বিরুদ্ধে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বাংলানিউজকে একথা জানান- আন্দোলনকারীদের মুখপাত্র শরিফুল ইসলাম বুলবুল।

আন্দোলনে সম্পৃক্ত ব্যাচগুলোর কোনো ক্লাস পরীক্ষার সঙ্গে লোকপ্রশাসন বিভাগের নাছির উদ্দিন সংশ্লিষ্ট থাকবেন না এ তথ্য নিশ্চিত করা হলে আন্দোলন স্থগিত করা হয়।

বিভিন্ন দাবিতে প্রায় একমাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার ধর্মঘটের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করে অবস্থান নেন।

সকাল সাড়ে দশটায় প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্তে নেওয়া হয়।

এ সিদ্ধান্ত বিকাল পাঁচটায় লিখিতভাবে শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে আলোচনায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক নিয়াজ আহমেদ সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রহিম, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, প্রক্টর হিমাদ্রী শেখর রায়, সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক ফকরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক আশরাফ সিদ্দিকী ও সহকারী অধ্যাপক সামিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।