ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির পশু অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
বাকৃবির পশু অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।



বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদের হত্যার পূর্ণাঙ্গ বিচার দাবিতে ছাত্রদের ধর্মঘটের সময় পশুপালন অনুষদে উদ্ভূত পরিস্থিতিতে প্রক্টরিয়াল বডির আচরণের নিন্দা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করে পশুপালন অনুষদ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বেলা ১১টায় পশুপালন অনুষদের সভাকক্ষে শিক্ষকদের এক জরুরি সাধারণ সভায় চারটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হল, গত সোমবার ডিন কাউন্সিলের কনভেনর কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তীব্র নিন্দা জ্ঞাপন, মঙ্গলবার পশুপালন অনুষদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির আচরণ পরিবেশ উত্তপ্ত করেছে বলে দাবি করে প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন এবং উক্ত সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিতভাবে জানানো।

এর আগে সকাল ৯টায় পশুপালন অনুষদে ক্লাস চালু রাখায় তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্যদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আন্দোলনরত মাৎস্যবিজ্ঞান অনুষদের মাস্টার্স শিক্ষার্থী সমীরণ কুমার সাহাকে অছাত্র ও সন্ত্রাসী আখ্যায়িত করেছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির  সদস্যদের এহেন আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ ও এ ঘটনায়  যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

** বাকৃবিতে ধর্মঘট চলছে, পশুপালন অনুষদে তালা


বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।