ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির আন্ত:বিভাগ ক্রিকেটে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
জাবির আন্ত:বিভাগ ক্রিকেটে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মঙ্গলবার আন্ত:বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় অর্থনীতি বিভাগ ৮ উইকেটে ইতিহাস বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ইতিহাস বিভাগ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৮৯ রান করে।

লিমন করেন ২৬ রান। সাগর ও রাসেল ২টি করে উইকেট পান।

জবাবে অর্থনীতি বিভাগ ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান করে। রাসেল করেন ৪৩ রান। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন রাসেল।

প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯. ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।