ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে আইন সেলের নতুন অফিস উদ্বোধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
ইবিতে আইন সেলের নতুন অফিস উদ্বোধন

ইবি (কুষ্টিয়া): কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন সেলের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় প্রশাসনিক ভবনের ২০২ নম্বর কক্ষে এ উদ্বোধনি অনুষ্ঠান হয়।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিস উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। আইন সেলের পরিচালক অধ্যাপক ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারি, প্রক্টর অধ্যাপক ড. মাহবুববর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আ.ন.ম. রেজাউল করিম প্রমুখ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় আইন সেলের অফিস এতোদিন আইন অনুষদ ভবনে ছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে আইন সেলের নিজস্ব অফিস উদ্বোধন করা হলো।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪     


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।