বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
বাকৃবিসাসের সাধারণ সম্পাদক অমিত মালাকারের সঞ্চালনায় ও সভাপতি আরিফুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনাস আল ইসলাম।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচটি শর্ত দিয়েছে। রোববার সকাল ৮টায় আন্দোলনকারীরা প্রশাসন ভবনের প্রধান ফটকে জমায়েত হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উপস্থিত হয়ে আমাদের শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিলেই আমরা ওইদিনই সকাল ৯টা থেকে ক্লাসে ফিরব। এর আগ পর্যন্ত আন্দোলনকারীদের সর্বাত্মক ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা আরো অভিযোগ করে বলেন, সাদ হত্যার পূর্ণাঙ্গ বিচার ও নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে মাসব্যাপী আন্দোলনের পরও নিরাপত্তা ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এখন ছাত্রীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ইভটিজিং এবং হলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। আন্দোলনরত ছাত্ররা বিভিন্ন ধরনের হুমকি-ধামকির শিকার হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নবনিযুক্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন বাংলানিউজকে জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের শর্ত মেনে নেওয়া হয়েছে। তারা রোববার থেকে ক্লাসে ফিরবে বলে আমরা আশাবাদি।
এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হল প্রভোস্ট, ছাত্র বিষয়ক বিভাগ ও সব শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ০২, ২০১৪