রাবি(রাজশাহী): ‘পরিবেশ রক্ষাই সবার সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড।
অলিম্পিয়াডে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্র পাঠক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সস্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাপার নির্বাহী সদস্য ও পরিবেশ অলিম্পিয়াড আয়োজন জাতীয় কমিটির সদস্য সচিব বিধান চন্দ্র পাল বলেন, যুব সমাজের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
রাজশাহীর পর ক্রমান্বয়ে দেশের সব বিভাগে পরিবেশ অলিম্পিয়াডের আয়োজন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অলিম্পিয়াড শুরু হবে।
এ অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণকারী সকলকে সনদপত্র দেওয়া হবে। অলিম্পিয়াডের সহ-আয়োজক সংগঠনগুলো হলো- দি হাঙ্গার প্রজেক্ট, রাবি সংবাদপত্র পাঠক ফোরাম, দিশারী রাজশাহী এবং প্রজন্ম রাজশাহী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিভাগীয় অলিম্পিয়াড আয়োজন কমিটির সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী বিভাগের সমন্বয়ক জামাত খান, সুশাসনের জন্য নাগরিকের(সুজন) রাজশাহী বিভাগীয় সভাপতি প্রফেসর জালালউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল, রাবি সংবাদপত্র পাঠক ফোরামের সভাপতি ফজলে রাব্বী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ০২, ২০১৪