সিলেট: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারী চাঁদ (এমসি) কলেজে ‘Constraints of Biotechnology Teaching in College Level’’ (কলেজ পর্যায়ে বায়োটেকনলজি বিষয়ে শিক্ষাদানে বাঁধাসমূহ) বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নেছাওর মিয়ার একান্ত প্রচেষ্ঠায় এবং শিক্ষকদের সহযোগিতায় এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. আমিনুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. ইমদাদুল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্লান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনলজির সহ-সভাপতি ড. রাখা হরি সরকার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ শামিমুল আলম, ট্রেজারার ড. মিহির লাল সাহা।
সেমিনারের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন- এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার, এবং কো-চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জী।
সেমিনারে শাবিপ্রবি, সিকৃবি ও সিলেটের বিভিন্ন কলেজের ৩০জন অধ্যাপক অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৩, ২০১৪