খুলনা: এবার খুলনার ডুমুরিয়া উপজেলার সরকারি ২০৯টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে সংবর্ধনা দেওয়া হলো।
উপহার হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে দেওয়া হয়েছে রূপার তৈরি নৌকা।
শনিবার দুপুরে ডুমুরিয়া প্রাথমিক শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর যৌথ ভাবে উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা মাঠে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে হাজিরা।
এদিকে স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ায় অনেক অভিভাবকই ক্ষোভ প্রকাশ করেছেন।
কয়েকজন অভিভাবক বলেন, শনিবার স্কুল বন্ধ ছিল। প্রতিমন্ত্রীর সংর্বধনা দেওয়ার জন্য স্কুলে ছুটি দেওয়া হয়েছে বলে আমাদের বাচ্চারা জানিয়েছে। এর আগেও ২৬ এপ্রিল প্রতিমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে স্কুল বন্ধ ছিল কিন্তু অনুষ্ঠান হয়নি। সে সময়ে পরীক্ষা চলছিল।
তারা জানান, মন্ত্রীর কারণে তাদের বাচ্চারা একদিনের ক্লাস থেকে পিছিয়ে পড়েছে। তাদের দাবি স্কুল শিক্ষার্থীদের ক্ষতি করে এ ধরনের অনুষ্ঠান যেন আর না করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর বিকেল ৫টা ৬ মিনিটে বাংলানিউজকে বলেন, আমি সভাপতি কিন্তু আমাকে না জানিয়ে প্রতিমন্ত্রীকে খুশি করতে শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে এ কাজ করেছে। এটি অন্যায়। এটি ছুটির দিনে বা বিকেলে হতে পারত।
সংবর্ধনা অনুষ্ঠানের নামে স্কুল বন্ধ রেখে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি করায় প্রাথমিক শিক্ষা অফিসারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি।
ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে বিকেল ৪টা ৫১ মিনিটে বাংলানিউজকে বলেন, স্কুল বন্ধের কারণে ৪০-৫০ হাজার শিক্ষার্থীর ক্লাস হয়নি। শিক্ষক নেতারা এই অনুষ্ঠানের আয়োজক। প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত কিছু ছুটি থাকে। সেই সংরক্ষিত ছুটির অংশ হিসেবে স্কুল বন্ধ রাখা হয়েছে।
অনুষ্ঠান স্থলে শিক্ষকদের হাজিরা নেয়ার বিষয়ে তিনি বলেন, উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা নেওয়া হয়েছে।
এছাড়া রূপার নৌকা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা নিজেরা অর্থ দিয়ে সাড়ে ৬ ভরি রুপা দিয়ে এটি তৈরি করেছেন।
এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে ৫টা ১৫ মিনিটে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ৩, ২০১৪