ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করতে ৭ কৌশল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ৪, ২০১৪
প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করতে ৭ কৌশল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৪ উপলক্ষে এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই) প্রতিবন্ধী শিশুসহ সকল শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সাতটি কৌশল বাস্তবায়নের সুপারিশ করেছে।

রোববার বিকেলে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এসিআইই, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিবিএম বাংলাদেশ যৌথভাবে এ সপ্তাহ পালনে আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে সঙ্গতি রেখে এ কৌশল উপস্থাপন করেছে।



গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন কর্তৃক ৭টি কৌশল নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে একই সংখ্যক কৌশল উপস্থাপন করেছে ওই তিনটি সংগঠন।

এর মধ্যে বৈষম্য দূর করা, পরিকল্পনা বাস্তবায়নের কেন্দ্রীয় স্থানীয় সক্ষমতা তৈরি, শিক্ষা বিষয়ে তথ্য সংগ্রহ, ডাটাবেজ তৈরি, বিদ্যালয় ও শ্রেণীকক্ষ সকল শিশুর জন্যে প্রবেশগম্য করা, শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা, দৃষ্টিভঙ্গি বৈষম্য সৃষ্টিকারী উপাদানগুলোকে অনুৎসাহিত করা ও সকল স্তরে অনুকূল পরিবেশ তৈরি করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়া সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশনের নির্বাহী সম্পাদক এম তারিক আহসান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা ও কোয়ালিটি প্রাইমারি এডুকেশনে বিশেষ অভিজ্ঞ মনিরুল ইসলাম, প্লানিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাহমিদা খান প্রমুখ।

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ সফল করতে আগামী ১০ মে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অডিটোরিয়োমে ব্যতিক্রমী মিথস্ক্রিয়ামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।